মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ বিকাল পর্যন্ত মোবাইল ফোনে রিচার্জ বা মোবাইল ব্যাংকিংয়ে সব ধরনের লেনদেন বন্ধ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে। গতকালের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসে গ্রাহক পর্যায়ে ক্যাশ আউট ও ক্যাশ ইন এবং এজেন্ট ও মার্চেন্ট পেমেন্ট পর্যায়ে কোনো লেনদেন করা যাবে না। জারি করা নির্দেশনা গতকাল থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে। এর আগের কেন্দ্রীয় ব্যাংক এক হাজার টাকার সর্বোচ্চ রেখে লেনদেনের সিদ্ধান্ত নেয়। পরে তা পরিবর্তন করে সব ধরনের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচন উপলক্ষে আজ ঢাকা ও চট্টগ্রামের নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সব ব্যাংক শাখা বন্ধ থাকবে। জানা গেছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। তবে ভোটের আগে বিকাশ করে ভোট কিনতে টাকা ছড়ানোর শঙ্কা প্রকাশ করে ঢাকার একজন মেয়র প্রার্থী নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
নির্বাচন কমিশনের অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

 

সর্বশেষ খবর