মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নৃত্য দিবসের পঞ্চম সন্ধ্যা

নৃত্য দিবসের পঞ্চম সন্ধ্যা

আন্তর্জাতিক নৃত্য দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার পঞ্চম সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় নৃত্য পরিবেশন করেছেন দেশের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠানের শিল্পীরা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, জিনিয়ার একাডেমি, সুর লহরী, স্পন্দন, দিব্য, শিখর কালচারাল সেন্টার, কত্থক সম্প্রদায়, ভঙ্গিমা, আঙ্গিকাম, জাগোআর্ট সেন্টার, নৃত্যালোক, স্বরলিপি, ধ্রুপদ, শান্ত মারিয়াম, সঞ্চরী, সিটি মডেল, চারুকারু অঙ্গন, হলি হোমস, সুর তান ও উদ্ভাস একাডেমির নৃত্যশিল্পীরা। প্রসঙ্গত, বিশ্ব নৃত্য দিবস ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে গত ২৩ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শুরু হয় 'সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে' শীর্ষক সপ্তাহব্যাপী এই আয়োজন। আগামীকাল শেষ হবে এই আয়োজন। এদিকে ড. অরূপ রতন চৌধুরীর একুশে পদক প্রাপ্তিতে তাকে সম্মাননা দিয়েছে সংগীত বিষয়ক মাসিক পত্রিকা সরগম। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, গীতিকার কে জি মোস্তফা ও শহীদুল্লাহ ফরায়জী।

 

সর্বশেষ খবর