মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

'যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না'

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নেত্রীরা বলেছেন, যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না। এ হয়রানি প্রতিরোধে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। 'যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা এবং আইনের প্রয়োজনীয়তা' শীর্ষক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্লিপ্ততা ও তাদের দায়িত্বহীন বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর