মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মহিলা পরিষদের প্রশিক্ষণ কর্মসূচি

বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য সবার আগে মানুষের ক্ষমতায়ন দরকার। তিনি রবিবার মহিলা পরিষদের ঢাকা বিভাগের সংগঠকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, রীনা আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন রেহানা ইউনুস। অধ্যাপক মামুন বলেন, ক্ষমতায়ন মূলত দরকার পরিবার থেকে। এদেশে নারীরা ক্ষমতায় আছেন, কিন্তু সাধারণ নারীদের ক্ষমতায়ন হচ্ছে না। এর কারণ পারিবারিক। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর