মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

হাবের নির্বাচনে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দায়িত্ব বণ্টনের নির্বাচন (অফিস বেয়ারার নির্বাচন) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এ এন এম বশিরউল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ হাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব বণ্টনসহ যাবতীয় কার্যক্রমের ওপর এক মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু শনিবার সে দায়িত্ব বণ্টন নির্বাচন অনুষ্ঠিত হয় বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, 'হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাবের নতুন কমিটির দায়িত্ব বণ্টন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার প্রস্তুতি নিচ্ছি।' সূত্র জানায়, ১৫ এপ্রিল হাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়ম, কারচুপি, প্রভাব খাটানোসহ বিভিন্ন অভিযোগে দুটি হজ এজেন্সির করা আবেদনের শুনানি শেষে আদালত নির্বাচিত কমিটির অফিস বেয়ারার নির্বাচন ও পরবর্তী সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন। এরপর ২৫ এপ্রিল হাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ খবর