বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

নীতিমালা না থাকায় স্থবির যুব সংগঠন নিবন্ধন আইন

বিধিমালা না থাকায় প্রয়োগ করা যাচ্ছে না যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা যুব সংগঠনগুলো নিবন্ধন পাচ্ছে না। বর্তমান সরকার যুব সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে আইনটি পাস করে। কিন্তু আইনটি কার্যকরে কোনো নীতিমালা তৈরি হয়নি। কমিটি অবিলম্বে বিধিমালা প্রণয়নের সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিবন্ধন আইনের বাস্তবায়নের অন্তরায় নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশ নেন। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ বরাদ্দের পূর্ণ চিত্র সংসদীয় কমিটির কাছে পেশ করার সুপারিশ করা হয়। এ ছাড়া ফাউন্ডেশনের সিড মানি বৃদ্ধির জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে ফাউন্ডেশনের অংশীদারিত্ব দেওয়ার সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর