বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, ভাঙচুর

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের জসিম গ্রুপের মামুন, ইমন ও সোহাগ ২০১ নম্বর কক্ষে তাস খেলছিল। এ সময় প্রতিপক্ষ রেজা গ্রুপের সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জসিম গ্রুপের মামুন, ইমন ও সোহাগ এবং রেজা গ্রুপের তামিমসহ ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় কম্পিউটারসহ আসবাবপত্র। পরে আহতদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ছাত্রাবাসে সংঘর্ষের খবর পেয়ে জসিম গ্রুপের অর্ধশতাধিক যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় রেজা গ্রুপের কর্মীরা ছাত্রাবাসের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ২০১০ সালে পলিটেকনিক ইনস্টিটিউটে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেখানে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে সেখানে ছাত্রলীগের কোনো কমিটি হয়নি। তবে ছাত্রলীগের একাধিক গ্রুপ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর