বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
উত্তরায় ফ্ল্যাট নির্মাণ

চুক্তির খসড়া মালয়েশিয়ায়

মালয়েশিয়ার আর্থিক সহযোগিতায় উত্তরায় নতুন ১০০ এপার্টমেন্ট ভবন নির্মাণে জিটুজি বা সরকার টু সরকার চুক্তির খসড়া মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। চুক্তির বিষয়ে তাদের সম্মতি পেলে এগ্রিমেন্টটি পুনরায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। কমিটি ঢাকা মহানগরের নকশা বহির্ভূত ও ক্রটিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক কর্তৃক নামজারি ও ভূমি ব্যবহার অনুমোদন কার্যক্রমের স্বচ্ছতা আনতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত 'গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র ৮ম বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনা করে এসব সুপারিশ করা হয় । বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর