বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

শ্রমিক নেতার কাণ্ড!

সিলেটে এক শ্রমিকনেতাকে ট্রাফিক আইন ভঙ্গ করে মাইক্রোবাস চালাতে না দেওয়ায় তুলকালাম ঘটনা ঘটিয়েছেন মাইক্রোবাস চালকরা। এ সময় তারা পুলিশের এক উপ-পরিদর্শককে লাঞ্ছিতও করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাফিক আইন অমান্য করে নগরীর চৌহাট্টা থেকে (একমুখী সড়ক) জিন্দাবাজারের দিকে একটি মাইক্রোবাস যাওয়ার চেষ্টা করে। এ সময় চৌহাট্টা পয়েন্টে দায়িত্বরত কোতোয়ালি থানার এসআই অসিত মাইক্রোবাসটি থামিয়ে ফিরে যেতে বলেন। তখন মাইক্রোবাস থেকে টিপু নামের এক শ্রমিকনেতা ট্রাফিক আইন না মেনে গাড়ি চালাতে থাকেন। পুলিশ তাতে বাধা দিলে একপর্যায়ে টিপু এসআই অসিতকে লাঞ্ছিত করেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে পুলিশের ভ্যানে তুলে নেন। এ ঘটনার খবর পেয়ে চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডের চালকরা এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা ভ্যান থেকে টিপুকে নামিয়ে নিয়ে পুলিশের ওপর হামলারও চেষ্টা চালান।

খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কয়েস গাজী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান। চৌহাট্টা কার-মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক অলি মিয়া জানান, সহকারী কমিশনার সাজ্জাদ চৌহাট্টায় দায়িত্বরত পুলিশ সদস্যদের পুলিশ লাইনসে প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর