রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবির হেড কোয়ার্টার এলাকা, পাহাড়তলী, আম বাগান, ঝাউতলা, টাইগারপাস, সীতাকুন্ডসহ চট্টগ্রামের রেলওয়ে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব। এ বিদুৎ চুরির মহোৎসবের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত থাকার অভিযোগ উঠেছে একই সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই একই দফতরে চাকরি করার সুবাদে স্থানীয়ভাবে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেটেই পৃথকভাবে বিভিন্ন স্থানে অবৈধ বাসা-বাড়ি, রিকশার গ্যারেজ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাসোহারা নিয়ে আসছে। এতে বিদ্যুৎ সংকটে ভুগছে প্রতিনিয়ত অধিকাংশ রেলের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বিকালে বিদ্যুৎ বিভাগের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে রেল কর্মচারীরা জড়িত থাকার বিষয়টি উঠে আছে। রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদের নির্দেশে এক অভিযানে পাহাড়তলীস্থ সেগুন বাগান এলাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রায় ৫টি রিকশার গ্যারেজ ও ২৫টি পরিবারের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়।