বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

*******

সরকার-মালিক পক্ষ বৈঠক আজ

শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করার ব্যাপারে সরকারের ওপর বিদেশি চাপ বাড়ছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত অংশীদারিত্ব সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে- জিএসপি অ্যাকশন প্ল্যানের অনেক পদক্ষেপ বাস্তবায়ন হলেও ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু ও শ্রম আইনের বিধিমালার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় সরকারের অবহেলা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও একই ধরনের মতামত জানানো হয়েছে। উপরন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আগামী জুনের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার ব্যাপারে সরকারকে আলটিমেটাম দিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। এ পরিস্থিতিতে বিধিমালা চূড়ান্ত করতে আজ শিল্প-কারখানার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সরকারের প্রতিনিধিরা। রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে সরকারের পক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকসহ সিনিয়র কয়েকজন মন্ত্রী নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। আর মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক অংশ নেবেন।

 

সর্বশেষ খবর