বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
ডিসিসিআই-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা

রাজনৈতিক প্রতিকূলতায় দেশে বিনিয়োগ হচ্ছে না

দেশে রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস টাকা পড়ে থাকলেও নতুন বিনিয়োগ হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। সংগঠনটি বলছে, ব্যাংক ঋণের অতিরিক্ত সুদ হার এবং ব্যবসা-বাণিজ্য ব্যয় বাড়ছে। এমন প্রেক্ষাপটে আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের দিক-নির্দেশনা থাকা উচিত।

গতকাল সেগুন বাগিচায় রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত 'প্রাক-বাজেট ২০১৫-১৬' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ৫৩টি বাজেট প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সদস্য ফরিদ উদ্দিন, এনায়েত হোসেন, পারভেজ ইকবালসহ ডিসিসিআইর নেতারা।

হোসেন খালেদ বলেন, দেশের সামস্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সঠিক রাজস্ব নীতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সুষ্ঠু রাজস্বনীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, ১৬ কোটি জনসংখ্যার এ দেশে মাত্র ১৮ লাখ লোকের আয়কর সনদ থাকলেও চলতি করবর্ষে তিন দফা সময় বাড়ানোর পরও মাত্র প্রায় ১০ লাখ ২৬ হাজার ৯১৩ জন করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছেন। এটা হতাশাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর