বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

যত্রতত্র প্রস্রাব বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীর রাস্তাঘাট, ফুটপাথসহ যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। যেসব স্থানে বাংলা বা ইংরেজিতে লেখা রয়েছে 'এখানে প্রস্রাব করিবেন না' সেসব স্থানে বাংলার পরিবর্তে আরবি অক্ষরে একই লেখা শুরু করা হয়েছে। আরবি কোরআনের ভাষা হওয়ায় এ ভাষার প্রতি মানুষের এক অনন্য ভালোবাসা রয়েছে। ফলে ওইসব স্থানে আরবি লেখা দেখে পথচারী বা জনসাধারণ সেসব স্থানে মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকবেন বলে মনে করেন ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইতিমধ্যে এ উদ্যোগের সফলতাও পাওয়া শুরু হয়েছে বলে তিনি দাবি করেছেন। মন্ত্রণালয়ের উদ্যোগে এ ধরনের একটি প্রামাণ্যচিত্রও তৈরি করা হয়েছে। প্রামাণ্যচিত্রে দেখা যায়, ফুটপাথ দিয়ে হাঁটার সময় চরম দুর্গন্ধ পোহাতে হচ্ছে পথচারীদের।

 

সর্বশেষ খবর