শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

উন্নয়নের ধারায় ফিরেছে খুলনা

খুলনার উন্নয়নের দীর্ঘদিনের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। সর্বশেষ একনেকে পাস হয়েছে বহু কাঙ্ক্ষিত খুলনা বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি। যার কাজ আগামী জুলাই মাসে শুরু হবে। এ ছাড়া খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, ওয়াসা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, আধুনিক রেল স্টেশন নির্মাণ, ঘষিয়াখালী চ্যানেলে খনন, খুলনা-মংলা রেল লাইন স্থাপন, শিল্পকলা একাডেমি ও ডায়াবেটিকস হাসপাতাল ভবন নির্মাণসহ ছোট বড় অন্তত ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। গতকাল দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগ খুলনাসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী সব সময়ই খুলনার উন্নয়নে আন্তরিক। তার আন্তরিকতার কারণে ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, বিমানবন্দরের জন্য ৫৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর