শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

জেএসসির বৃত্তির ফলাফল নিয়ে বিতর্ক

উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন

বরিশালে জেএসসির সদ্য ঘোষিত বৃত্তির ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এবার খ্যাতনামা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বৃত্তিবঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে বরিশাল বোর্ডের অন্যতম সেরা স্কুল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৬৩ ছাত্রীর অভিভাবক বৃত্তির উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ের 'ডি' সেকশনের ৬৩ জন ছাত্রীর মধ্যে কেউই এবার বৃত্তি পায়নি। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর