শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

‘বারামখানা’ ও ‘কবি’ মঞ্চস্থ

‘বারামখানা’ ও ‘কবি’ মঞ্চস্থ

থিয়েটার (বেইলি রোড) এর প্রযোজনায় মঞ্চায়ন হলো ভিন্নধর্মী গল্পের নাটক ‘বারামখানা’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এ নাটকটি। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ত্রপা মজুমদার। লালনের জীবন, সাধনা ও সমসাময়িক লালনচর্চাকে কেন্দ্র করে রচিত হয়েছে ‘বারামখানা’। লালনের সূত্র ধরেই আমাদের দেশের সমাজ-সংস্কৃতির প্রবহমানতা তুলে ধরা হয়েছে এই নাটকে। একজন অতি সাধারণ মানুষ তার চিন্তা ও দর্শনের শক্তিতে লালনের চরিত্রে পরিণত হয়। নাটকটি প্রসঙ্গে নির্দেশক ত্রপা মজুমদার বলেন, লালন এক বিশাল ক্ষেত্র জানার জন্য, বোঝার জন্য! সেই লালন সাঁইকে নিয়ে মঞ্চে কাজ করার সাহস হয়তো কখনোই হতো না, যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাসটি হাতে না এসে পড়ত। উপন্যাসটি পড়ে মনে হলো লালনের জীবনটাই যেন একটা নাটক। আর সুনীল গঙ্গোপাধ্যায় প্রাপ্ত তথ্যকে আশ্রয় করে নিজস্ব কল্পনা মিশিয়ে সেই জীবন নাটককে দিয়েছেন এক অসাধারণ সাহিত্যরূপ। ‘বারামখানা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, শাওন, পল্লী প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘কবি’। তারাশঙ্কর  বন্দ্যোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর