শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

গৃহবধূসহ পাঁচজনের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিল্লাল হোসেন (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যার দিকে মিরহাজীরবাগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম আবদুল মালেক। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামে। বিল্লাল যাত্রাবাড়ীর মিরহাজীরবাগের সুফিয়াবাড়ি এলাকায় থাকতেন। তিনি ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার ভাই আল-আমীন জানান, সন্ধ্যায় মিরহাজীরবাগের খালপাড় এলাকায় স্থানীয় নাটাই সোহেল, বাবলা, তন্ময়, মনির, রানাসহ সাত-আটজন তার ভাই বিল্লালকে প্রথমে বেধড়ক মারধর করে এবং পরে গুলি করে। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটাই সোহেলসহ তার গ্রুপের সদস্যরা ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি তারা পুলিশের সোর্স হিসেবে কাজ করে।
এদিকে রাজধানীতে দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনায় দুই গৃহবধূসহ পাঁচজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতরা হলেন রহিমুন আক্তার (২০), জেসমিন আক্তার (২০), মজিবুর রহমান (৮০), কামাল হোসেন (২৭) ও অজ্ঞাত কিশোর (১৫)। জানা গেছে, রমনার মগবাজার ৪৫৯ নম্বর গ্রিনওয়ে অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার রহিমুন আক্তার গভীর রাতে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বরিশালের উজিরপুরের একটি মহিলা মাদ্রাসায় ফাজিলে পড়তেন। মৃতের পরিবারের অভিযোগ, আশিকুর নামে পুলিশের এক কনস্টেবলের ফাঁদে পড়ে রহিমুন আত্মহত্যা করেছেন।
 

সর্বশেষ খবর