শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

এনডিসিতে ক্যাপষ্টোন কোর্স সমাপ্ত

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে গতকাল দুসপ্তাহব্যাপী ক্যাপষ্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। গত ৬ বছর ধরে চলা কোর্সটি নীতি-নির্ধারণী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
কোর্সে ৬ জন এমপি, ৫ জন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা, ৪ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, ২ জন প্রখ্যাত শিক্ষাবিদ, একজন করে নীতি-নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসাবিদ, প্রধান প্রকৌশলী, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ২ জন সিনিয়র ব্যাংকার, ৬ জন বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ/শিল্পপতি, ২ জন গণমাধ্যম ব্যক্তিত্ব, ২ জন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ২ জন অনারারি কনসাল জেনারেলসহ মোট ৩৪ জন ফেলো অংশ নেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ন্যাশনাল ডিফেন্স কলেজে পৌঁছলে তাকে স্বাগত জানান কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। আইএসপিআর।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর