বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

তথ্যমন্ত্রী ঢাবি উপাচার্যসহ ২৫ জনকে হত্যার হুমকি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবি উপাচার্য কার্যালয়ে ডাকযোগে পাঠানো এক চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে ডিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
এতে রয়েছে মন্ত্রী, বুদ্ধিজীবী, শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা ও ব্লগারের নাম। এবারসহ এ জঙ্গি সংগঠনটি চার দফা চিঠি দিয়ে বিশিষ্ট নাগরিকদের হুমকি দিয়েছে। এর মধ্যে ঢাবি উপাচার্যকে এ পর্যন্ত তিনবার হত্যার হুমকি দেওয়া হয়। লাল কালিতে ‘আনসারুল্লাহ বাংলা টিম-১৩’ স্বাক্ষরিত ওই চিঠিতে সাংবাদিক আবেদ খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শাহরিয়ার কবির, মফিদুল হক, ড. জাফর ইকবাল, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মনজুরল আহসান বুলবুল, শ্যামল দত্ত, শাহীন রেজা নূর, রামেন্দু মজুমদার, সিদ্দিকী নাজমুল আলম, বাপ্পাদিত্য বসু, ডা. ইমরান এইচ সরকার, কামাল পাশা চৌধুরী, মাহমুদুল হক মুন্সি বাঁধন, এফ এম শাহীন, কানিজ আকলিমা সুলতানা, আরাফাত রহমান, মুন্নী সাহা, নবনীতা চৌধুরী, অঞ্জন রায়, সৈয়দ হাসান ইমাম ও সঙ্গীতা ইমামের নাম রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর