বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

নদী দখলকারীদের \\\'পশু\\\' বললেন নৌমন্ত্রী

নদী দখলকারীদের \\\'পশু\\\' বললেন নৌমন্ত্রী

ফাইল ছবি

যারা নদী দখল করে তারা মানুষ নয়, তারা মানুষরূপী পশু। তাই তারা যত বড় শক্তি, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন কাউকে ভয় করি না। কারও কাছে মাথা নত নয়। নদী রক্ষার লড়াইয়ে সেনাপতি হিসেবে কাজ করতে চাই।

বুধবার সকালে রাজধানীর পূর্তভবনে আয়োজিত ‘ঢাকার চারপাশে নদী রক্ষার কৌশল উদ্ভাবন ও আশু করণীয়’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নদী রক্ষা কমিশন এ সেমিনারের আয়োজন করে।

নৌমন্ত্রী আরও বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা ভাঙতে গেলে আগে পুলিশকে ঢিল ছোঁড়া হতো। এখন কিন্তু তা হয় না। আমরা টাস্কফোর্স গঠন করে অনেক কাজ করেছি। ‘যত শক্ত সুপারিশ হোক। আপনারা নদী রক্ষায় যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়নের দায়িত্ব আমি নিচ্ছি।’

সরকারের নদী রক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ৫৩টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের উদ্যাগ গ্রহণ করেছি। ইতোমধ্যেই আমরা ২৪টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের বরাদ্দ পেয়েছি। কিন্তু ড্রেজারের অভাবে খনন কাজে বিলম্ব হচ্ছে।

কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব শফিক আলম, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর