বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'গুপী গাইন বাঘা বাইন\\\' মঞ্চস্থ

\\\'গুপী গাইন বাঘা বাইন\\\' মঞ্চস্থ

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চায়ন হলো তাদের সমাপনী প্রযোজনা 'গুপী গাইন বাঘা বাইন'। সত্যজিৎ রায়ের চিত্রনাট্য অবলম্বনে নাটকটির নির্দেশনায় ছিলেন শাহরিয়ার ফেরদৌস সজীব। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই নাটকটি। আমলকি গ্রামের সাদাসিধে ছেলে গোপীনাথ। তার গান গাওয়ার অনেক আগ্রহ। গ্রামের বয়স্করা মজা করে পরামর্শ দেয় রাজারবাড়ির সামনে গিয়ে গান শুনিয়ে আসতে। অতি উৎসাহী গুপী গান শোনাতে যায় রাজারবাড়ি, অপমানিত হয়ে ফিরে আসতে হয় তাকে। অন্যদিকে উত্তরকুট গ্রামের ছেলে বাঘানাথেরও কপাল একই রকম। তার আবার ঢোল বাজানোর শখ। কিন্তু বাঘার প্রলয়বাদন শুনে গ্রামের লোকেরা তাকেও বের করে দেয়। এই ভাগ্যাহত মানুষ দুটির দেখা হয় গ্রামের বাইরে অনেক দূরের বনে। রাতের বেলা তারা দেখা পায় ভূতের রাজার।

 

সর্বশেষ খবর