বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে বিষপানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে বিষ পানে এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ।

আইয়ুব খান (৬২) নামে ওই মুক্তিযোদ্ধা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী বলেন, গতকাল সকাল ১০টার দিকে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ৪০৪ নম্বর কক্ষের দরজা ভেঙে আইয়ুব খানকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান। ৭ জুন থেকে আইয়ুব খান ওই হোটেলে ছিলেন।

এসআই মামুন ফরাজী জানিয়েছেন, ওই কক্ষ থেকে চার পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে আত্মহত্যার কারণও উল্লেখ রয়েছে। চিরকুটে লেখা রয়েছে- "চট্টগ্রাম দক্ষিণ ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ড ঘোষণা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবকে মাছ, শুঁটকি ও টাকা দেওয়ার পরও তিনি ইউনিট কমান্ড ঘোষণা করেননি। তাকে (সচিব) দেওয়া টাকা ফেরত চাইতে তার বাসায় গেলে আমাকে গলা ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আত্মহত্যা করলাম।"

এ ছাড়াও আরও অনেক বিষয় ওই চিরকুটে লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

সর্বশেষ খবর