সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মতিঝিলে হঠাৎ ভেঙ্গে পড়লো বিলবোর্ড

মতিঝিলে হঠাৎ ভেঙ্গে পড়লো বিলবোর্ড

রাজধানীর ব্যস্ততম মতিঝিলে হঠাৎ বিশাল আকারের একটি বিলবোর্ড ভেঙে পড়ে এক পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে খোদ শাপলা চত্বরের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বিলবোর্ডটির একপাশে বেসরকারি টেলিকম কোম্পানি রবির বিজ্ঞাপন ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী সজীব নামের এক ব্যক্তি বলেন, 'ওই সময় আমি সোনালী ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ কানে এলে কোনো কিছু বুঝে ওঠার আগেই দৌড় দিই। পরে পেছনে ফিরে দেখি একটি বিলবোর্ড ভেঙে পড়েছে। আল্লাহ বাঁচাইছে ভাই!' তিনি আরও বলেন, ভাগ্য ভালো ওই সময় বিলবোর্ডের সামনে বেশি লোক ছিল না। নইলে অনেক লোক মারা যেত।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, বিলবোর্ডটি মূল রাস্তায় ভেঙে পড়লে একজন পথচারী সামান্য আহত হন এবং একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। তবে আহত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিলবোর্ডটিতে রবির বিজ্ঞাপন থাকলেও প্রকৃতপক্ষে বিলবোর্ডটির মালিকানা কার তা জানা যায়নি। এ ব্যাপারে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারাও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। এদিকে বিলবোর্ডটি ব্যস্ত সড়কের ওপর পড়ায় ব্যস্ততম ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে।

 

সর্বশেষ খবর