সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভাতা বাড়ানো না হলে ডাক সার্ভিস বন্ধের হুমকি

ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক সম্মানীভাতা সর্বনিম্ন ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। সরকার এ দাবি পূরণ না করলে আগামী ১৬ আগস্ট থেকে তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘরসহ দেশের সব শাখা ডাকঘরে ডাক সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের পক্ষে মানববন্ধনে অংশ নেন সভাপতি মো. শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ হাকিমসহ অন্যরা। মানববন্ধন থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ২০১৫ সালের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ গ্রামীণ ডাকঘরে ই-সেন্টার চালু হচ্ছে।

সর্বশেষ খবর