সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

'ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে'

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহ এবং তাঁর প্রিয় হাবিব মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কথা বললে তার বিচার হবে না, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় এসেছে ওইসব মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ময়দানে লড়াই করার। তারা বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। গতকাল সংগঠনের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় এসব কথা বলেন বক্তারা। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আমিনুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর