সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

হিসাব দিতে ইসির কাছে সময় চেয়েছে আওয়ামী লীগ

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এবারও একমাস সময় চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ বি এম রিয়াজুল কবির কাওছার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দেন। এ বিষয়ে মৃণাল কান্তি দাস বলেন,  বার্ষিক অডিট রিপোর্ট জমা দিতে এক মাস সময় চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪-২০১৫ সালের দলের বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে নিবন্ধিত ৪০টি দলকে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে চিঠিও দিয়েছে ইসি। তবে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে এ পর্যন্ত একটি দল নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
 

সর্বশেষ খবর