সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

নাচের আসর নৈবেদ্য

নাচের আসর নৈবেদ্য

ভরতনট্টম আর সৃজনশীল নাচের অনন্য পরিবেশনায় মুখরিত হয়ে উঠেছিল সমগ্র মিলনায়তন। গতকাল সন্ধ্যায় এমন চিত্রই ছিল শিল্পকলা একাডেমির নাচের আসর ‘নৈবেদ্য’তে। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বসে নাচের এই ব্যতিক্রমী আসর। শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা, নিউইয়র্ক) যৌথ আয়োজনের এই নৃত্যানুষ্ঠানে পরিবেশিত হয় ১২টি নৃত্যের নৈবেদ্য। এতে ২টি ধ্রুপদ ভরতনাট্যম নৃত্য এবং ১০টি সৃজনশীল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান অ্যাম্বাসেডর মার্শা ব্ল–ম বার্নিকাট ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 

সর্বশেষ খবর