সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

‘ইয়াবা দিয়ে রাজীবকে গ্রেফতার নেতিবাচক রাজনীতির কৌশল’

ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের ঘটনায় জড়িত পুলিশের শাস্তি দাবি করা হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদ বলেন, রাজীব আহসানকে গ্রেফতার শুধু বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন নয়, বরং মাদক ও ইয়াবা দিয়ে গ্রেফতার দেখিয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র নেতৃত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির অপকৌশল মাত্র।  এতে ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, রহুল কবির রিজভীসহ সব রাজনীতিকের মুক্তির দাবি জানানো হয়।
 

সর্বশেষ খবর