বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'মহিলা জেলখানা নয়, শান্তি নিবাস\\\'

দেশের ছয়টি মহিলা জেলখানাকে আবার শান্তি নিবাসে পরিণত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ প্রসঙ্গে সংসদীয় কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাস্তায় শুয়ে থাকা আশ্রয়হীন বয়োবৃদ্ধ মানুষের জন্য বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশের ছয়টি বিভাগীয় শহরে শান্তি নিবাস করা হয়েছিল। সেখানে ৪০ জন ঠিকানাহীন বৃদ্ধা থাকতেন। কিন্তু খালেদা জিয়ার সরকার এসব শান্তি নিবাসগুলোকে মহিলা জেলখানায় পরিণত করেছিল। আশ্রয়হীন মানুষগুলোকে বের করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা এসব মহিলা জেলখানাকে শান্তি নিবাসে পরিণত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে সুপারিশ করেছি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আবদুল মতিন, লুৎফা তাহের এমপি বৈঠকে অংশ নেন।

 

সর্বশেষ খবর