বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আরও ১৫৯ বাংলাদেশি ফিরছেন আজ

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৫৯ জনকে দেশে ফেরত আনা হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের ঢেকিবুনিয়ায় বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশনের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে বলে জানান কঙ্বাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। পতাকা বৈঠকে রবিউল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। বিডিনিউজ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনের বাড়ি বিভিন্ন জেলায়।

সর্বশেষ খবর