শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

তিন জেলায় আবহাওয়া নির্ভর শস্য বীমা

তিন জেলায় চালু হচ্ছে আবহাওয়ানির্ভর শস্য বীমা। রাজশাহী, সিরাজগঞ্জ ও নোয়াখালী জেলার ১২ হাজার কৃষককে এ বীমার আওতায় নিয়ে আসা হবে। সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে এই প্রকল্পে তিন জেলায় নতুন করে ২০টি আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য জানান সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মো. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকিং বিভাগের সচিব আসলাম আলম, এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, আবহাওয়া অধিদফতরের পরিচালক রেজাউল কে খান প্রমুখ।

সেমিনারে জানানো হয়, ২১ কোটি টাকা ব্যয়ে এই প্রথম আবহাওয়া নির্ভর বীমা কার্যক্রম চালু করা হচ্ছে।

সর্বশেষ খবর