বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নৈতিক অবক্ষয়ে বাড়ছে অপরাধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নিকটজনেরা পরিণত হচ্ছে ঘাতকে। রক্তের বন্ধন ভুলে ছেলের হাতে মা, ভাইয়ের হাতে ভাই এবং সৎ মা ও ভাইয়ের হাতে সৎ ভাই খুনের ঘটনা ঘটছে। গত ১০ দিনের ব্যবধানে চট্টগ্রামে এ ধরনের তিনটি খুনের ঘটনা ঘটেছে। আÍার আÍত্নীয়রা সম্পর্ক ভুলে নিকটজনের ঘাতকে পরিণত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে চট্টগ্রামের প্রশাসন। বিশেষজ্ঞদের মতে নৈতিক অবক্ষয়, মানসিক বিষণœতা এবং পারিবারিক বন্ধন ভুলে যাওয়ায় এসব ঘটনা ঘটছে।

সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. এ এফ ইমাম আলী বলেন, ‘লোভ ও হিংসা-বিদ্বেষ বেড়ে যাওয়ায়, ধর্মীয়-সামাজিক মূল্যবোধ কমে যাওয়া, আইনের প্রতি শ্রদ্ধা কমে যাওয়া এবং অপরাধের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ দিন দিন বাড়ছে।’

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) দেবদাস ভট্টচার্য বলেন, ‘নৈতিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। এগুলো পারিবারিক অপরাধ হওয়ায় আগে থেকে তা প্রতিরোধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। পারিবারিক বন্ধন বৃদ্ধিই প্রতিরোধ করতে পারে এ ধরনের অপরাধ।’ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বাবুল আকতার বলেন, ‘সামাজিক অস্থিরতার জন্য এ ধরনের ঘটনাগুলো ঘটছে। পরিবারের শিক্ষাই পারিবারিক অপরাধ প্রতিরোধ করতে পারে।’

গত মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় টাকা চেয়ে না পেয়ে ছেলে জহিরুল হক সবুজ খুন করে বৃদ্ধা মা রওশন আরাকে। গত ১০ অক্টোবর নগরীর কোতোয়ালি থানাধীন লাভলেইন এলাকায় ছোট ভাই রায়হান চৌধুরী ছুরিকাঘাত করে খুন করে বড় ভাই প্রকৌশলী সোহেল চৌধুরী। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রায়হান জানায়, কলেজে না যাওয়ার কারণে বড় ভাই তাকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করে সোহেলকে খুন করে। গত ৫ অক্টোবর বন্দর থানাধীন হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে সৎ মা বেবী আকতার ও সৎ ভাই ইমতিয়াজ জোগসাজশ করে খুন করে শিশু সামিকে। ঘটনার কয়েকদিন আগে সামির বড় ভাইরা বেবীকে মারধর করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর