বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাকা চৌধুরীর দণ্ড ঘিরে রাউজানে কড়া নিরাপত্তা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকরের দিন সামনে রেখে রাউজানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাউজান থানা পুলিশ।

জানা যায়, ইতিমধ্যে রাউজানে অবস্থানরত সাকা চৌধুরীর মামলার ২৫ জন সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দণ্ড কার্যকরের আগে ও পরে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এলাকা। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাকে সাকার ফাঁসি সংক্রান্ত উত্তেজনার প্রভাবমুক্ত রেখে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেভাগে প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, রাউজান উপজেলার সীমান্তবর্তী হলদিয়া ইউনিয়ন থেকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট পর্ষন্ত ৩০ কিলোমিটার পথে পুলিশ-জনতার র‌্যালি করা হবে। র‌্যালিতে পুলিশের বিভিন্ন যানবাহন ছাড়াও উপজেলায় বসবাসরত লোকজনের যানবাহন অংশ নেবে। পূজার আগে রাউজান থানা প্রশাসন জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা আহŸান করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করে পুলিশ। সভাগুলোতে পুলিশের পাশাপাশি জনগণের অংশগ্রহণে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কাজ করার ঐকমত্য পোষণ করা হয়। এ প্রসঙ্গে রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হলে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না। পুলিশ সব প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি জানান, মামলার ২৫ জন সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর