বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এনবিআরের করা এক আবেদনের শুনানি শেষে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এনবিআরের পক্ষে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, এর ফলে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট নিতে আর কোনো বাধা নেই। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফিতে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের একটি বেঞ্চ। বাংলাদেশে ইংরেজি মাধ্যম ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। চলতি বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এর আওতায় আনা হয়। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদের ক্ষেত্রে ভ্যাট আরোপের সিদ্ধান্ত সম্প্রতি বাতিল করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর