বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সেই ঠিকাদার বাপ্পী অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর পুলিশ লাইন্স সংলগ্ন অভিজাত রেস্তোরাঁ ‘রিভার ক্যাফে’র মালিক বাপ্পী রঞ্জন রায়কে (৪০) পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ফায়েদাবাদের জয়নাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। বাপ্পী রঞ্জন বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা বিমল কুমারের ছেলে। কতিপয় পুলিশ কর্মকর্তার সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালে পুলিশ বিভাগের ঠিকাদারি কাজ একচেটিয়া করায় বাপ্পী রঞ্জন পুলিশবান্ধব ঠিকাদার হিসেবে পরিচিত।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ লুৎফর রহমান জানান, সোমবার রাতে জয়নাল মার্কেটে এক ব্যক্তির সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয় বাপ্পী। এ সময় সে তাকে গুলি করে হত্যার হুমকি দেয়। খবর পেয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে আমেরিকার একটি পিস্তল এবং ১১ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওসি জানান, বাপ্পী রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারের সময় সে মাদকাবস্থায় ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দক্ষিণখান থানায় মামলার পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বাপ্পীকে কারাগারে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর