বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে কারা গুলি ছোড়েছে এমন প্রশ্নে দুই পক্ষই একে-অন্যকে দায়ী করেছে। তবে পুলিশ বলছে কোনো গুলির ঘটনা ঘটেনি, পরিস্থিতি শান্ত রয়েছে। আর কলেজের অধ্যক্ষ বলেছেন, অনাকাক্সিক্ষত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিকালে কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএম কলেজ ছাত্রলীগ নেতা নূর-আল আহাদ সাঈদী বলেন, গতকাল সকালে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্মরণিকার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। কলেজের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানে অংশ নেন। এ সময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোকসেদুর রহমান মুবিনকে মারধর করে কলেজ ছাত্র সংসদের বিকল্প হিসেবে গঠিত ছাত্র কর্ম পরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাত এবং ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মুন্নাসহ অন্যান্যরা। খবর পেয়ে হোস্টেলের ছাত্ররা হামলাকারীদের ধাওয়া করলে নাহিদ ও মুন্না সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। মুবিনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর