বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মেধা তালিকা ধরে শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষক নিবন্ধন পরীক্ষার পর উপজেলা, জেলা ও জাতীয়ভিত্তিক মেধা তালিকা করে এর ভিত্তিতেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ সংশোধন সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার জন্য শিক্ষক নির্বাচনের লক্ষ্যে শূন্য পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ মেধা তালিকা প্রকাশের বিধান রেখে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সারা দেশ থেকে প্রাপ্ত শূন্য পদের ভিত্তিতে নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা, জেলা ও জাতীয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে। এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে মেধা তালিকা না থাকায় এবং শূন্য পদের তুলনায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অধিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে অনৈতিক পথ অবলম্বনের প্রবণতা দেখা যায়। এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন ত্র“টি তুলে ধরে তিনি বলেন, পাস নম্বর কম হওয়ায়, মৌখিক পরীক্ষার বিধান না থাকায় বর্তমান ব্যবস্থায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দূর করে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধনের কার্যক্রম চ‚ড়ান্ত করা হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার কাছে মতামত জানাতে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর