বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

স্বাস্থ্যসেবা সংকোচনে চসিক, দুটি কেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে চসিক স্বাস্থ্যসেবা সংকোচন করা হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। গতকাল দক্ষিণ বাকলিয়া ও পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করা হয়। তাছাড়া সেবা কেন্দ্রকে অন্য স্থাপনা নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে চসিকের স্বাস্থ্য বিভাগে প্রতিবাদ করতে আসেন পাঠানটুলি ওয়ার্ডের ভূমিদাতার প্রতিনিধি ও স্থানীয়রা। এ নিয়ে ভূমিদাতা, সেবা প্রত্যাশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বলেন, যে ওয়ার্ডে দুটি সেবাকেন্দ্র আছে সেখানে একটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। বন্ধ করা দুটি ওয়ার্ডেই দুটির বেশি কেন্দ্র ছিল। তবে প্রতিটি ওয়ার্ডে অবশ্যই একটি করে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে। জানা যায়, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়ে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতি ওয়ার্ডে একাধিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তখন কোনো ওয়ার্ডে নিজস্ব ভূমিতে কোনো ওয়ার্ডে দান করা ভূমিতে স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর