শিরোনাম
সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ইবি ভিসিকে ছাত্রলীগ নেতাদের হুমকি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একাংশের নেতা-কর্মীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সাড়ে ১১টার দিকে অর্থ ও হিসাব শাখার পরিচালক আকামউদ্দিনকে অপসারণ দাবিতে ভিসির কার্যালয়ে গিয়ে এ ঘটনা ঘটায় তারা। এর আগে ১১টার দিকে একই দাবিতে মানববন্ধন করে প্রো-ভিসিপন্থি গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের একাংশ। ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক আকামউদ্দিন স্বাক্ষরিত ইবির কর্তাব্যক্তিদের গাড়ির জ্বালানি ও টিএ/ডিএ-র একটি নথি ইউজিসির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এই নথির তথ্যানুযায়ী বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রকাশিত হয়। হিসাব পরিচালক স্বাক্ষরিত এই নথি ইউজিসি ও  সাংবাদিকদের কাছে হস্তান্তর হওয়ায় তার অপসারণ দাবিতে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে প্রো-ভিসিপন্থি কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও বহিরাগতদের সমন্বয়ে ছাত্রলীগের একাংশ। মানববন্ধন শেষে সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ সহ-সভাপতি  মিজানুর রহমান  মিজু ও ইমদাদুল  হক সোহাগ ওরফে কানা সোহাগের নেতৃত্বে কয়েকজন কর্মী ও বহিরাগতরা প্রো-ভিসির পক্ষ নিয়ে ভিসি ড. আবদুল হাকিম সরকারের কার্যালয়ে যায়। তারা ভিসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আকামউদ্দিনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ দাবি জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর