শিরোনাম
সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে  

আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সাধারণ মানুষের জন্য সহজ ব্যাংকিং সেবা দিতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে বাংলাদেশ একটি মডেল। অনেক দেশই আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংকিং চালু করছে।

গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সফটওয়্যার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ডিজিটাল ব্যাংকিং এখন বাংলাদেশের বাস্তবতা। ব্যাংকিং সেবা নিতে গ্রাহককে এখন লাইন দিয়ে হয়রানির শিকার হতে হবে না। এর অংশ হিসেবে মুনাফা তুলতে বা মেয়াদান্তে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের এখন থেকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এখন তারা কাছের এটিএম বুথ অথবা চেকের মাধ্যমে মুনাফা তুলতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর