শিরোনাম
সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শেখ রাসেলের জম্নদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, আপনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন ভালো কথা, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসুন। কিন্তু বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, চক্রান্ত করবেন না। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫১তম জম্নদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

এর আগে সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা সতীশ চন্দ্র রায়, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ফরিদুন্নাহার লাইলী, এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া আওয়ামী যুবলীগ বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এ আগে বেলা ১১টায় শেখ রাসেলের জম্নদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত ডাস-এর সামনে কেক কাটে। শেখ রাসেলের জম্নদিন উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে শিশু একাডেমির সামনে এসে শেষ হয়। এ ছাড়াও সারা দেশে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জম্নদিন নানা আয়োজনে পালিত হয়েছে। রাজশাহী, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরগুনাসহ বিভিন্নস্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত তা সহ্য করতে পারছে না। যখন দেশের কোনো বড় অর্জন হয় তখন দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়। প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ অধিবেশনে গিয়ে পুরস্কার পেলেন তখন দেশে দুই বিদেশিকে হত্যা করা হলো। তিনি বলেন, যারা এই দুই বিদেশি হত্যার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হবে। পাশাপাশি যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই খলনায়কদের বিচার করা হবে। কেউ অপরাধ করে পার পাবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট আফজাল হোসেন, ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, ডা. দিলীপ বায়, আবদুল হক সবুজ, সালাউদ্দিন বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর