সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দখল হয়ে যাচ্ছে ঢাকা শহর রক্ষা বাঁধের জমি

উচ্ছেদ অভিযানের তাগিদ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহর রক্ষা বাঁধের অধিগ্রহণ করা জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা এসব জমি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণসহ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। অনেকে আবার নিজেরা দখলে নিয়ে টাকার বিনিময়ে দখল বিক্রি করে দিচ্ছেন। যে কারণে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা অতি দ্রুত কোনো প্রকার নোটিস প্রদান ছাড়াই এসব জমিতে উচ্ছেদ অভিযান শুরুর তাগিদ দিয়েছেন। একই সঙ্গে বাঁধের জমি রক্ষণাবেক্ষণে একটি পৃথক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন তারা। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এতে সভাপতিত্ব করেন। কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে ঢাকা শহর রক্ষা বাঁধের জমি দখলের একটি চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে মিটফোর্ড হাসপাতালের পেছন (দক্ষিণ) থেকে নবাবগঞ্জ, হাজারীবাগ, গাবতলী, মিরপুর হয়ে টঙ্গী ব্রিজ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হয়। জালিয়াতরা বাঁধের ভেতরে পড়া নদীর জমি পুরোটাই গ্রাস করে। আশির দশকে তুরাগের ডান তীরে মরা বুড়িগঙ্গার প্রবেশমুখে একটি বেসরকারি মেডিকেল হাসপাতাল নির্মিত হলে বুড়িগঙ্গার এ অংশটির অপমৃত্যু ঘটে। এর দেখাদেখি আশপাশের দখলদাররাও ঘরবাড়ি তুলে ফেলে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর