সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘রামপালে বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন বিপন্ন হবে’

নিজস্ব প্রতিবেদক

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন বিপন্ন হবে উল্লেখ করে সরকারকে এ প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ পরিবেশের ক্ষতি হবে না- এমন কোনো স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চায়, কিন্তু কোনোভাবেই সুন্দরবনের বিনিময়ে নয়। বিবৃতিতে ড. রিপন রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে মাগুরায় গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে পুলিশের হামলায় আহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপির এই নেতা বলেন, সুন্দরবনের সন্নিকটে বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার নীতির কারণে ইতিমধ্যে   সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং কয়েকটি দেশ তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর