সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি

কিউরেটরকে সংসদীয় কমিটির তলব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চিড়িয়াখানায় প্রাণী রক্ষণাবেক্ষণ, খাবার বিতরণ ও চিড়িয়াখানার ভূমি নিয়ে বিভিন্ন সময়ে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এজন্য চিড়িয়াখানার কিউরেটরকে তলব করা হয়েছে পরবর্তী কমিটির বৈঠকে। একই সঙ্গে ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমের মেয়াদ ১৫ দিনের পরিবর্তে ৩০ দিন করে ইলিশ আহরণ নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর