মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফজলুল হক স্মৃতি পদক

সাংস্কৃতিক প্রতিবেদক

ফজলুল হক স্মৃতি পদক

ফজলুল হক স্মৃতি পদক ২০১৫ পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও শহীদুল হক খান। চলচ্চিত্র পরিচালক হিসেবে মাসুদ পারভেজকে (সোহেল রানা) ও চলচ্চিত্র সাংবাদিকতার জন্য শহীদুল হক খানকে প্রদান করা হয় এ পদক। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন ফজলুল হক স্মৃতি পদক প্রবর্তক কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এর আগে শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ফজলুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র সম্মুখপথের যাত্রী (দ্য ফ্রন্টিয়ারম্যান ফজলুল হক) প্রদর্শিত হয়। প্রসঙ্গত, ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার জ্যেষ্ঠপুত্র।

গান ও কবিতায় সরকারি কর্মকর্তারা : গান ও কবিতায় দর্শকদের মাঝে সংস্কৃতির সুধা ছড়িয়ে দিলেন সরকারি কর্মকর্তারা। মন্ত্রী থেকে শুরু করে সচিব সবাই নিজেদের প্রতিভার আলো ছড়িয়ে দিয়েছিলেন মিলনায়তনে উপস্থিত দর্শকদের মাঝে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর