বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ঢাবি চ ইউনিটের ফল প্রকাশ

চারুকলায় পাসের হার ২.৬৪ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ১৩৫টি আসনের বিপরীতে পাস করেছে মাত্র ১৪৯ জন। এই ইউনিটে পাসের হার ২.৬৪ শতাংশ। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফলাফল প্রকাশ করে তিনি জানান, দুটি ধাপে চারুকলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে লিখিত অংশে পাঁচ হাজার ৬৩৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৪৯৬ জন পাস করে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে অঙ্কন অংশের পরীক্ষায় ৪৬০ জন অংশ নেয় যাদের মধ্যে ১৪৯ জন পাস করে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ থেকে ৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবে।

সর্বশেষ খবর