বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষা আইনের খসড়া প্রত্যাহার মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা আইনের খসড়া প্রকাশের এক সপ্তাহের মধ্যে সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকালের মধ্যে শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে খসড়া চূড়ান্তের কথা ছিল। পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে চার বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রেখে ২০ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা আইনের খসড়া প্রকাশ করা হয়। খসড়াটি আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিমার্জনের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে গতকাল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণীত শিক্ষা আইন, ২০১৫ এর খসড়ার ওপর শিক্ষাবিদ ও সমাজের সব স্তরের জনগণের এবং সব সরকারি ও  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো মতামত বা পরামর্শ থাকলে নির্ধারিত ছকে ২৯ অক্টোবরের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। খসড়া শিক্ষা আইন আরও পরিমার্জন করার প্রয়োজন আছে বিধায় শিক্ষা আইনের কপি ও বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট থেকে প্রত্যাহার করা হলো। খসড়া শিক্ষা আইনে প্রশ্ন ফাঁসের শাস্তি চার বছর অপরিবর্তিত রাখা হলেও ১৯৮০ সালের ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) অ্যাক্ট’-এ প্রশ্ন ফাঁসের ঘটনায় ১০ বছরের শাস্তির বিধান ছিল। ১৯৯২ সালে তা সংশোধন করে সাজা চার বছর করা হয়।

সর্বশেষ খবর