বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বনানীতে গৃহবধূ খুন স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থেকে ঝুমুর আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ডেমরা থেকে সুমি আক্তার (১৮) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত ঝুমুরের মামাতো ভাই এনায়েত করিম জানান, বনানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকার জিপি-জি-১৭৬ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় পরিবারের সঙ্গে থাকতেন ঝুমুর। ১২ বছর আগে মিজানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। তিন বছর আগে মিজান গোপনে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বনানী এলাকায় থাকেন। ঝুমুর বিষয়টি জানার পর তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাত ৩টার দিকে মিজান বাসায় আসেন। তিনি কোথায় ছিলেন ঝুমুরের এমন প্রশ্নে বাকবিতণ্ডা হয়। ওই বাসায় থাকতেন ঝুমুরের শ্বশুর নূরুল ইসলাম। নূরুল ইসলাম ছেলেকে বলেন, এ ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। এরপর মিজান ঝুমুরকে হত্যা করে বাথরুমের পাশে ফেলে রাখেন। নিহতের বাবার নাম সোবহান হাওলাদার। তাদের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামে। বনানী থানার ওসি সালাউদ্দিন খান জানান, খবর পেয়ে বাসার বাথরুমের পাশ থেকে ঝুমুরের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর