বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লোকসানে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

লোকসানে পড়েছে সরকারি মালিকানাধীন বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে উপস্থাপিত তথ্যপত্রে দেখা যায়, চলমান সরকারি সাতটি বিদ্যুৎ প্রকল্পের মধ্যে দুটির অগ্রগতি মাত্র ২ ও ৪ শতাংশ। কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গত অর্থবছরে ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা লোকসান গুনেছে। এই লোকসানের কারণ হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধি।

২০১২ সালে হাতে নেওয়া বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট গ্যাসভিত্তিক ৪০০ মেগাওয়াট প্রকল্পের অগ্রগতি মাত্র ২ শতাংশ। ২০১৩ সালে হাতে নেওয়া ঘোড়াশাল গ্যাসভিত্তিক ৩৬৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি মাত্র ৪ শতাংশ। এ ছাড়া ২০১৩ সালে হাতে নেওয়া শাহাজীবাজারের গ্যাসভিত্তিক ৩৩২ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি মাত্র ২৯%, আশুগঞ্জের গ্যাসভিত্তিক ৩৮১ মেগাওয়াট প্রকল্পের অগ্রগতি ৩৭%।

সর্বশেষ খবর