বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাজস্ব আদায় কম হওয়ায় হতাশ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় কম হওয়ায় অসন্তোষ, উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে রাজস্ব আদায় বাড়ানোর জন্য এনবিআরকে নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ কোন্দলের কারণেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। এটা একটা খারাপ সংকেত বলেও মনে করেন অর্থমন্ত্রী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হতাশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী বলেন, একদিকে এনবিআরের রাজস্ব আদায়ের খরা কাটছে না, অন্যদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে।

সর্বশেষ খবর